Skip to main content

Posts

Showing posts from December, 2014

Doss-Hajar

দশ হাজার পেজ ভিউ !! হঠাত একদিন সিলিং আর দেয়াল এর ৯০ ডিগ্রী ভাঁজ এ তাকিয়ে পাসওয়ার্ড মনে করে  ঢুকে দেখি দশহাজার পেজ ভিউ সেকি?? লেখা লেখির আমেজ তা অনেক দিন হলো আসেনা, আমার মস্তিস্ক এখন  সমাজ যাকে বলে কাজের জিনিস তাই নিয়ে বেশ ব্যস্ত, আমার সাধের when the boss is not there  মোমেন্ট গুলো আর নেই, এখান নিজেই নিজের বস হয়ে নিজেকে নিমজ্জিত রেখেছি। গিয়ে দেখি সুদুর  ইউক্রেইন্ থেকে প্রচুর বার অকারণে আমার ওয়েবসাইট এ আসা হযেছে, আর প্রথম লেখা টিকে বারংবার পরা হযেছে,  যদিও আমি সেটিকে অত আদর দেখানোর কারণ বলতে পারবনা। মনে হয় এগুলি স্প্যাম এর অবৈধ আদর. যাই হোক আমার নিষ্ঠার অবর্তমানেও কেও আমাকে অবৈধ ভাবে stalk করে এই ব্লগ এর ইঞ্জিন চালু রেখেছে। আবার কবে কোন উটকো ইচ্ছার বশবর্তী হয়ে লেখা শুরু করলে ফার্স্ট গিয়ার্ এ চলে যাওয়া কঠিন হবেনা। ইন্টারনেট সমাজ বহির্ভূত নয়, তাই অবৈধ ভিউস গুলোকে ধর্তব্যের মধ্যে আনা হইনি, বিভিন্ন ব্লগ সাইট, গুগল, ট্রাফিক মনিটরিং সাইট,আমার সাইট এর অস্তিত্ব খুঁজে পেতে অস্বীকার করছে। আমি তাদের কে বলতে পারি,"সমদর্শী প্রভু মোরে অবগুণ চি...