Skip to main content

Doss-Hajar

দশ হাজার পেজ ভিউ !!

হঠাত একদিন সিলিং আর দেয়াল এর ৯০ ডিগ্রী ভাঁজ এ তাকিয়ে পাসওয়ার্ড মনে করে  ঢুকে দেখি দশহাজার পেজ ভিউ


সেকি??

লেখা লেখির আমেজ তা অনেক দিন হলো আসেনা, আমার মস্তিস্ক এখন  সমাজ যাকে বলে কাজের জিনিস তাই নিয়ে বেশ ব্যস্ত, আমার সাধের when the boss is not there  মোমেন্ট গুলো আর নেই, এখান নিজেই নিজের বস হয়ে নিজেকে নিমজ্জিত রেখেছি।

গিয়ে দেখি সুদুর  ইউক্রেইন্ থেকে প্রচুর বার অকারণে আমার ওয়েবসাইট এ আসা হযেছে,
আর প্রথম লেখা টিকে বারংবার পরা হযেছে,  যদিও আমি সেটিকে অত আদর দেখানোর কারণ বলতে পারবনা। মনে হয় এগুলি স্প্যাম এর অবৈধ আদর.

যাই হোক আমার নিষ্ঠার অবর্তমানেও কেও আমাকে অবৈধ ভাবে stalk করে এই ব্লগ এর ইঞ্জিন চালু রেখেছে। আবার কবে কোন উটকো ইচ্ছার বশবর্তী হয়ে লেখা শুরু করলে ফার্স্ট গিয়ার্ এ চলে যাওয়া কঠিন হবেনা।

ইন্টারনেট সমাজ বহির্ভূত নয়, তাই অবৈধ ভিউস গুলোকে ধর্তব্যের মধ্যে আনা হইনি, বিভিন্ন ব্লগ সাইট, গুগল, ট্রাফিক মনিটরিং সাইট,আমার সাইট এর অস্তিত্ব খুঁজে পেতে অস্বীকার করছে।

আমি তাদের কে বলতে পারি,"সমদর্শী প্রভু মোরে অবগুণ চিত না ধারো ", কিন্তু সে গলা আমার নেই, আর সেই দাদা দের সমদর্শিতাও নেই. তাই ভাবনাটাকে  এখানেই ক্ষান্ত  দিলাম। 

তবে এই ব্লগ আজ যা হযেছে , তার সর্বাপেক্ষা কৃতিত্ব আমার স্ত্রীর, তার ইচ্ছের শক্তি এর প্রাণ, এবং অবশ্যই আমার সুধী বন্ধুরা আর অচেনা পাঠিকা যারা কিছু সময়ের জন্য থেমেছিলেন আমার ব্লগ এর লিংক এ. যাদের ভালো লেগেছিল যাদের মনে হযেছিল ভালো করা যেত আর যাদের কিছুই মনে হইনি সেই সব্বাইকে ধন্যবাদ।




Comments

Popular posts from this blog

Saas, Bahu and Brand Recall!!

I have an MBA degree in Marketing!! Cheers and clap, like a rock star's entry is not expected. Rather it will be like, some wanna be-confident guy was starting to clap but as he found out he is the only one clapping , it faded exponentially. The sole purpose was to get a job, when we boarded the ' main vi-main vi ' Express. But the railway minister, who announced it, resigned within weeks and  the service discontinued. 'Meri Dulhan toh Naukri thi' !!, but parallely I was infatuated with the creative part, the whole idea of subliminal messages was awesome to me. Coca-cola being a  predecessor in subliminal advertising, began their journey with sexual feeds to come to the present day where they talk about joy & happiness. There is even vending machines of coca-cola which dispenses a can when you hug it. There is no direct link between a coloured soda  and happiness, but they have been continuously associating the two with their #taglines, 'op...

My Role Model !!!

The legend whom I admire to be my role model, is admired by many, but it took a lot of bravery to write myself being a follower of the enormous persona. Can we just announce about a person being my role model? when we say he/she is our role model,we  must be sure that it is not some false marketing trick you are playing with yourself. You understand the gravity of the statement, not just for a social applause you declare a fallacy. You are already walking on that path with love and conviction. My Role Model is not a single person, rather they are two different people by there name, appearance, and everything worldly, But only one when we look at their thought system and their work. Question arises that if you think both of them to be one, why follow them together? Its because, when you look at both of their time span of work in this world, you get a era of 100 years of social revolution by Men , who were most clear regarding what is right. What is right? H...