Skip to main content

Popular posts from this blog

Doss-Hajar

দশ হাজার পেজ ভিউ !! হঠাত একদিন সিলিং আর দেয়াল এর ৯০ ডিগ্রী ভাঁজ এ তাকিয়ে পাসওয়ার্ড মনে করে  ঢুকে দেখি দশহাজার পেজ ভিউ সেকি?? লেখা লেখির আমেজ তা অনেক দিন হলো আসেনা, আমার মস্তিস্ক এখন  সমাজ যাকে বলে কাজের জিনিস তাই নিয়ে বেশ ব্যস্ত, আমার সাধের when the boss is not there  মোমেন্ট গুলো আর নেই, এখান নিজেই নিজের বস হয়ে নিজেকে নিমজ্জিত রেখেছি। গিয়ে দেখি সুদুর  ইউক্রেইন্ থেকে প্রচুর বার অকারণে আমার ওয়েবসাইট এ আসা হযেছে, আর প্রথম লেখা টিকে বারংবার পরা হযেছে,  যদিও আমি সেটিকে অত আদর দেখানোর কারণ বলতে পারবনা। মনে হয় এগুলি স্প্যাম এর অবৈধ আদর. যাই হোক আমার নিষ্ঠার অবর্তমানেও কেও আমাকে অবৈধ ভাবে stalk করে এই ব্লগ এর ইঞ্জিন চালু রেখেছে। আবার কবে কোন উটকো ইচ্ছার বশবর্তী হয়ে লেখা শুরু করলে ফার্স্ট গিয়ার্ এ চলে যাওয়া কঠিন হবেনা। ইন্টারনেট সমাজ বহির্ভূত নয়, তাই অবৈধ ভিউস গুলোকে ধর্তব্যের মধ্যে আনা হইনি, বিভিন্ন ব্লগ সাইট, গুগল, ট্রাফিক মনিটরিং সাইট,আমার সাইট এর অস্তিত্ব খুঁজে পেতে অস্বীকার করছে। আমি তাদের কে বলতে পারি,"সমদর্শী প্রভু মোরে অবগুণ চি...

My Role Model !!!

The legend whom I admire to be my role model, is admired by many, but it took a lot of bravery to write myself being a follower of the enormous persona. Can we just announce about a person being my role model? when we say he/she is our role model,we  must be sure that it is not some false marketing trick you are playing with yourself. You understand the gravity of the statement, not just for a social applause you declare a fallacy. You are already walking on that path with love and conviction. My Role Model is not a single person, rather they are two different people by there name, appearance, and everything worldly, But only one when we look at their thought system and their work. Question arises that if you think both of them to be one, why follow them together? Its because, when you look at both of their time span of work in this world, you get a era of 100 years of social revolution by Men , who were most clear regarding what is right. What is right? H...

51 reasons why Pizza should be our National Food!!

Hello there!!  Thank you for opening this page!! and sorry as I don't have 51 points, yeah you can blame me that I lured you in to view this, if at all you are lured by the post title. Recently I have found this type of headings rolling over the Internet, obviously with related stuffs and seen some pro-blogger using this. This I felt as an good attention seeking stunt, to promote the other stuffs I write in my blog and hence I am following that route. Let's go and have a ride. I didn't had pizza till I was 7pi !! The first experience was such, that it could've single-handedly ended my any further interest of eating it. At the same time, I was damn offended by the high prices for a round bread baked with cheese and vegetables. Then my love made me understand, the reality is not what is shown, it is the choice you make. I have gone with her choice to come out of the eclipse and see glimpse of the marvelous preparation human had developed till now. Let me s...